আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের তিন নেতাকে মারধরে অভিযুক্ত রনি মজুমদারের স্ত্রীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের কারণে কাল থেকে ক্যাম্পাস এলাকার দোকানপাট বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে ‘স্থানীয়রা’।
ক্যাম্পাস এলাকার দোকানিরা জানান, কিছু লোক এসে সকল দোকানপাট আগামীকাল খুলতে নিষেধ করে গেছে, তারা ‘স্থানীয়’। তবে ‘স্থানীয়’ বলতে নির্দিষ্ট করে কারো নাম জানাতে পারেনি তারা।
বিশ্ববিদ্যালয় সংলগ্ন হোটেল মালিক আবুল কালাম বলেন, ‘স্থানীয়রা আমাদের দোকানে এসে বলে গেছে, দোকান অফ রাখতে।’
সবজি দোকানি জালাল মিয়া বলেন, ‘আমাদের দোকান অফ রাখতে বলে গেছে। তাই কাল দোকান বন্ধ থাকবে।’
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আমি এখন পর্যন্ত জানি দোকানপাট খোলা থাকবে। যদি দোকান বন্ধ থাকে তাহলে আমরা প্রসাশনের মাধ্যমে ব্যবস্থা নেব।’
উল্লেখ্য, গতকাল (৮ মার্চ) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির তিন নেতাকে মারধর করায় রনি মজুমদার নামক এক স্থানীয় ছাত্রদল নেতাকে কাল রাত থেকেই খুঁজছে পুলিশ। এর আগে একই দিন বিকাল ৫ টা থেকে অভিযুক্তদের বিচারের দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া বৃহস্পতিবার (৯ মার্চ) অভিযুক্তদের দ্রুত শাস্তির আওতায় আনা সহ মোট পাঁচ দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতীকী মিছিল করে বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা।