মনজিদ আলম শিমুল, দিনাজপুর প্রতিনিধি ঃ আনন্দ মেলার নামে জুয়া, লটারী, হাউজিং, অশ্লীল নৃত্য সহ সকল অপকর্ম বন্ধের দাবীতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতাধিক মানুষ মানববন্ধন পালন করেছে। আজ সোমবার সকাল ১১ টায় বীরগঞ্জ উপজেলা বিজয় চত্ত্বরে এলাকাবাসী মানববন্ধন পালন করেছে। এ সময় মানববন্ধনে বক্তরা বলেন, দনাজপুরের বীরগঞ্জের প্রেম বাজার নামক স্থানে মেলার নামে জুয়া, হাউজিং, লটারী অশ্লিল নৃত্য কারণে সমাজিক অস্থিরতা বাড়ছে পাশাপাশি অবক্ষয়ের কারণে অপরাধে জড়িয়ে পড়ছে আমাদের যুব সমাজ। এ সব কারণে বেড়েছে চুরি, ছিনতাই, রাহাজানীসহ র্বিভিন্ন অপকর্ম বাড়ছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে মেলার নামে এসব অপকর্ম বন্ধ করা না হলে সড়ক অবরোধের ডাক দিয়েছেন আনন্দোলনকারী নেতৃবৃন্দ। স্থানীয় এলাকাবাসীর আয়োজনে মানবন্ধনে কয়েক শতাধিক মানুষ অংশ গ্রহন করে।
সুজালপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো: আব্দুল হাকিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক
সাধারণ সম্পাদক মো: নুর ইসলাম নুর, উপজেলা হিন্দু, বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক দীপংকর রাহা বাপ্পী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনিতা রায় বিশিষ্ট্য ব্যবসায়ী জাকির হোসেন ধলু, যুব শ্রমিকলীগের সভাপতি মো: আব্দুল মতিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।