কমিশন বানিজ্য করতে না পেরে কাবিখা’র গম ফেরত দিলেন পিআইও

https://www.bdcurrentnews24.com/wp-content/uploads/2022/07/ad-1.jpg

বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন এর  অবহেলায় ও প্রকল্পের সভাপতিদের থেকে কমিশন বানিজ্য করতে না পেরে কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পের ১৬০ মেট্রিক টন গম ফেরত দেয়া হয়েছে।২৫টি উন্নয়ন প্রকল্পের নামে কাবিখার দ্বিতীয় পর্যায়ের এ বরাদ্ধ হয়েছিল।

ইতিপূর্বেও স্বেচ্ছাচারিতা ও অনিয়মের বিবরন সহ তার বিরুদ্ধে স্হানীয় ও জাতীয় সংবাদ মাধ্যম গুলোতে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবুও তিনি বহাল তবিয়তে মনগড়া কর্মকান্ড পরিচালনা করে চলেছেন। পিআইও’র  “খুঁটির জোর” নিয়ে সর্বমহলে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।

এ বিষয়ে জানতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা’র অফিসে গিয়ে গত দু’দিন থেকে তাকে পাওয়া যায়নি, অফিস চলাকালীন সময়ে তালা বন্ধ দেখা যায়। তার ব্যাবহৃত মুঠোফোনে একাধিক বার কল করেও সংযোগ পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার গাফিলতির কারনে বরাদ্ধগুলো ফেরত গেছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ বলেন,

দুই কর্মকর্তার সমন্বয়হীনতার কারণে বরাদ্ধটি ফেরত গেছে। এতে রায়পুরের মানুষ উন্নয়ন বঞ্চিত হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

এ বিষয়ে জানতে ডিসি অঞ্জন চন্দ্র পাল বলেন, বরাদ্ধ ফেরত যাওয়ার বিষয়টি অবগত নই। তবে ইউএনও-পিআইও’র মধ্যে দ্বন্দ্বের কথা শুনেছি।

https://www.bdcurrentnews24.com/wp-content/uploads/2022/07/ad-1.jpg