কুবিতে শাখা ছাত্রলীগের মশাল মিছিল

https://www.bdcurrentnews24.com/wp-content/uploads/2022/07/ad-1.jpg


আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা সদ্য বিলুপ্ত ছাত্রলীগ কমিটির তিন নেতাকে মারধরের ঘটনায় নেতাকর্মীরা প্রতীকী প্রতিবাদ মিছিল করেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ৮ টা ২০ মিনিটে এ মিছিল করেন তারা। 
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল শুরু হয়ে দক্ষিণ মোড় এবং উত্তর মোড় ঘুরে এসে প্রধান ফটকে শেষ হয়। পরবর্তীতে এক মিনিটের নিরবতা পালন করা হয়। 


এ বিষয়ে শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সভাপতি রাফিউল আলম দীপ্ত বলেন, গত ৮ মার্চ আমাদের নেতাকর্মীদের উপর যে বর্বরোচিত হামলা হয়েছে সেটার বিচারের দাবির কর্মসূচির অংশ হিসেবে এই প্রতীকী মিছিল। আমরা বিশ্বরোড অবরোধ করেছিলাম, তখন এসপি স্যার আশ্বাস দিয়েছিলেন রাতের মধ্যে সকল অপরাধীদের গ্রেফতার করা হবে। কিন্তু এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। আমরা সেই অপরাধীদের বিচারের দাবিতে এই প্রতীকী প্রতিবাদ মিছিল করেছি। 


উল্লেখ্য, গতকাল (৮ মার্চ) সদ্য বিলুপ্ত কমিটির তিন নেতাকে মারধর করে এবং একই দিন বিকাল ৫ টা থেকে অভিযুক্তদের বিচারের দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা। পরবর্তীতে দেড় ঘন্টা পর কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নানের আশ্বাসে অবরোধ থেকে সরে আসে নেতাকর্মীরা। আজ বেলা তিনটায় ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলনেও করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীরা। 

https://www.bdcurrentnews24.com/wp-content/uploads/2022/07/ad-1.jpg