আব্দুল্লাহ কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী ইমতিয়াজ শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মোঃ শরিফ উদ্দীন।
বুধবার (১১ জানুয়ারি) সংগঠনের সাবেক সভাপতি মুমিন হাসান ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ এনায়েত উল্লাহ্ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
এ বিষয়ে নতুন সভাপতি ইমতিয়াজ শাহরিয়া বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদ সর্বজন স্বীকৃত সর্ববৃহৎ অরাজনৈতিক আঞ্চলিক সংগঠন। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে ব্রাহ্মণবাড়িয়া শিক্ষার্থীদের বিপদ-আপদ, সহ-শিক্ষা কার্যক্রম, দারিদ্র শিক্ষার্থীদের সাহায্য সহযোগিতা সহ বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে।
তিনি আরও বলেন, এই সংগঠনের মাধ্যমে আমরা ব্রাহ্মণবাড়িয়াকেও প্রতিনিধিত্ব করে থাকি। অতীতেও এই সংগঠনের ব্যাপক সুনাম ছিল। যেহেতু ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জেলা তাই এখানে অনেক শিক্ষার্থী পড়াশোনা করে তাদের যেকোন সমস্যাই এই সংগঠন সর্বাত্মক সহযোগিতা করে থাকবে।
https://www.bdcurrentnews24.com/wp-content/uploads/2022/07/ad-1.jpg
https://www.bdcurrentnews24.com/wp-content/uploads/2022/07/ad-1.jpg