এইচ এম আরিফ হোসেন//
একতা-শান্তি-প্রগতি-সেবা মূলনীতির সংগঠন বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ আন্দোলন, সংগ্রাম ও সাফল্যের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ চাঁদপুর জেলা শাখা।
শনিবার (২৮ জানুয়ারি) সন্ধায় শহরের ফয়সাল মার্কেটে নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কেক কাটেন।
বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি কামরুল হাসান মাসুদ বলেন, আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা নিজে মটর চালক লীগের বিষয়ে দেখাশোনা করেন। তিনিই আমাদের এ কমিটি দিয়েছেন। এ জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। মটর চালকদের স্বার্থ রক্ষায় ও অধিকার আদায়ে ভেদাভেদ ভুলে সকলকে সংগঠনের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।
এছাড়াও তিনি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক পাটোয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি শেখ মহসীন, সহ-সভাপতি মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মিঠুন, আব্দুল আলিম মানিক মিয়াজি, সহ জেলা শাখার অন্যান্য সদস্যদের উপস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান জানিয়ে সেখানে কিছু সময় নীরবতা পালন, ফাতেহা পাঠ, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিহত শহীদ নূর হোসেনের বিদেহী আত্মার শান্তি কামনা, সংগঠনের প্রতিষ্ঠাতা জননেত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা দোয়া এবং মোনাজাত করা হয়। এর পর কেক কেটে অনুষ্ঠান সম্পূর্ণ করেন।