চাঁদপুরে ৭ দফা দাবিতে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

https://www.bdcurrentnews24.com/wp-content/uploads/2022/07/ad-1.jpg

মোঃ আরিফ হোসেন: মুজিববর্ষে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর টাইম স্কেল/ সিলেকশন গ্রেড সম্পর্কিত হাইকোর্টের রায় বাস্তবায়ন প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষককে
সকল শূন্য পদে দ্রুত পদোন্নতিসহ সরকারি মাধ্যমিকে বিরাজমান সমস্যাবলীর অবসানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

৯ মার্চ (সোমবার) সকালে ৭ দফা দাবিতে চাঁদপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত মাধ্যমিক শিক্ষকরা বলেন, ‘১৯৭৫ সালে স্ব-পরিবারে বঙ্গবন্ধুর শাহাদাৎ বরণের কারনে সরকারি মাধ্যমিক শিক্ষক-শিক্ষিকাদের পদকে দ্বিতীয় শ্রেণি গেজেটে যে পদমর্যাদার ঘোষণা কার হয়। তাঁর মৃত্যুর পর অজানা কারনে আলোর মুখ দেখেনি।

‘দীর্ঘ ৩৮ বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫.০৫.২০১২ ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ মাঠে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি নেতৃত্বে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমাবেশে সহকারী শিক্ষক/ শিক্ষিকা পদের দ্বিতীয় শ্রেণীর গেজেট পদমর্যাদায় উন্নীত করেন’।

‘অত্যান্ত দুঃখের ও পরিতাপের বিষয় হলো শিক্ষানীতি জাতীয় সংসদের ২০১২ সালে অনুমোদিত হওয়া ৬ বছর অতিক্রান্ত হলেও শিক্ষানীতির প্রস্তাবিত মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়নে কোনো অগ্রগতি নেই। এর ফলে শিক্ষা ব্যবস্থার মেরুদন্ড মাধ্যমিক দূর্বলতার খোলস থেকে বের হতে পারছে না’।

‘সরকারি মাধ্যমিকে উন্নয়নে যে ৭টি সকল দাবি বাস্তবায়ন জরুরি তা হলো ১.স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সৃষ্টি করা। ২.শিক্ষক-শিক্ষিকাদের প্রাপ্ত উচ্চতর স্কেল সিলেকশন গ্রেড প্রদানের দীর্ঘ সূত্রিতার বন্ধ করা।
৩. কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা ১৯৯১ সংশোধনে কাজ ৭.০২.১০১৮ চূড়ান্ত ভাবে সম্পন্ন হয়। এ জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতিশীলতা প্রয়োজন।
৪. সরকারি মাধ্যমিকের আত্তীকরণ বিধি নতুনভাবে প্রণয়ন করতে হবে, ৫.সিনিয়র শিক্ষক (নবম গ্রেড নন ক্যাডার) মাধ্যমিক স্তরের সকল শূন্যপদ দ্রুত পদোন্নতির ব্যবস্থা করতে হবে।
৬. জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে এন্ট্রিপদ নবম গ্রেড করে পদসোপান থাকতে হবে,
৭. সেসিপ প্রকল্প সহ মাধ্যমিক শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য প্রকল্পে শিক্ষক-শিক্ষিকাদের পদ সৃষ্টি করতে হবে।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) কুমিল্লা অঞ্চল কমিটির সহ সভাপতি হাইমচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) শাহ এমরান, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মাসুদুর রহমান, সহ সম্পাদক মোঃ ওয়াসিম উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ মনির হোসেন মোল্লার উপস্থিতিতে জেলা কমিটির সহ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম পাটোয়ারী, সাধারন সম্পাদক মোঃ আব্দুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক। মোঃ আব্দুল আউয়াল মজুমদার, সহ সম্পাদক মোসাম্মৎ চাঁদ সুলতানা, দপ্তর সম্পাদক মানিক হোসেন, প্রচার সম্পাদক নাজির আহম্মদ, মহিলা সম্পাদক শাহিনুর আক্তার, সদস্য মোঃ জামাল হোসেন চৌধুরী, আব্দুল লতিফ মিয়াজী, কিংকর চন্দ্র সাহা সহ জেলার ৭ টি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব আলেয়া ফেরদৌসী, ফজলুল হক, মন্জুরুল আলম, নীহার কান্তি চক্রবর্তী, মনির হোসেন খাঁন,মোঃ আব্দুল মালেক, কবির আহম্মদ, মাহবুবুর রশিদ, আবুল কালাম, কামরুল হাসান স্বপন, মোহাম্মদ আব্বাস খাঁন,ওমর শরীফ বকাউল, মনির হোসাইন,শাহনাজ সুলতানা, নাসরিন আক্তার, সফিকুর রহমান, তৈয়ব আলী, জাহাঙ্গীর আলম সহ প্রায় সকল শিক্ষক উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতৃবৃন্দ ৭ দফা দাবি অচিরেই বাস্তবায়নের জন্য শিক্ষকবান্ধব এবং সফল শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি এবং জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আশু হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মরকলিপি প্রধান করা হয়। জেলা প্রশাসকের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকারিয়া।

https://www.bdcurrentnews24.com/wp-content/uploads/2022/07/ad-1.jpg