https://www.bdcurrentnews24.com/wp-content/uploads/2022/07/ad-1.jpg
স্টাফ রিপোর্টার //২৯ জানুয়ারি (রবিবার) চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে মাসিক কিট প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।
এদিন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) প্যারেডে উপস্থিত সকল পুলিশ সদস্যের সরকারি ইউনিফর্ম, বেল্ট, বুটসহ আনুষাঙ্গিক সরকারি কিট সামগ্রী পরিদর্শন করেন।
জেলা পুলিশ চাঁদপুরের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রোল অনুসরণ পূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গর্বিত পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপনসহ সততা ও পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
উক্ত কিট প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন পুলিশ লাইন্সের আর.আই মোঃ আব্দুল মতিন উল্লাহ।
https://www.bdcurrentnews24.com/wp-content/uploads/2022/07/ad-1.jpg