চাঁদপুর সিএসডি খাদ্য গোডাউনের ৩ টন গম জাহাজ থেকে উধাও

https://www.bdcurrentnews24.com/wp-content/uploads/2022/07/ad-1.jpg

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সিএসডি খাদ্য গোডাউনের জন্য চট্টগ্রাম থেকে আসা ৯০০টন গমের মধ্যে ৩ টন ৭২ কেজি গম জাহাজ থেকে উধাও হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রাম খাদ্য গুদাম থেকে ৯০০ টন গম নিয়ে এম ভি ইয়া মেহেতার ইলিয়াস ট্রান্সপোর্ট জাহাজটি চাঁদপুর কেন্দ্রীয় খাদ্য গোডাউনে আসে বলে জানা যায়।

জাহাজ থেকে সিএসডি গোডাউনে মাল আনলোড করার পর দেখা যায় ৯০০ টন গমের মধ্যে ৩ টন ৭২ কেজি গম কম পাওয়া যায়।
বৃহস্পতিবার সকালে জাহাজটি আনলোড করে অবশিষ্ট গম বুঝিয়ে না দিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যায়।
চট্টগ্রাম থেকে জাহাজটি সরকারি গম নিয়ে আসার পথে পথিমধ্যে মেঘনা নদীর মাঝখানে চোরাকারবারীদের কাছে ৩ টন গম বিক্রি করেছে বলে অভিযোগ উঠেছে।

এম ভি ইয়া মেহেতার ইলিয়াস ট্রান্সপোর্ট জাহাজের ইনচার্জ ঠিকাদার প্রতিনিধি মোহাম্মদ সজীব জানায়, ৯০০ টন গম চট্টগ্রাম খাদ্য গোডাউন থেকে লোড করে চাঁদপুরে নিয়ে আসা হয়। এরমধ্যে ৩ টন গম কম বুঝিয়ে দেওয়া হয়েছে।
কিভাবে গম কম হয়েছে তা বোঝা যাচ্ছে না।
যে মাল কম হয়েছে তার ক্ষতিপূরণ জাহাজ কর্তৃপক্ষ বহন করিবে।

সিএসডি খাদ্য গোডাইনের ম্যানেজার শফি আফজালুল আলম জানান, গম চালানের রশিদে ৯০০ টন গমের বার্তা থাকলেও জাহাজ থেকে ৩ টন ৭২ কেজি গম কম পাওয়া গেছে।
কেন্দ্রীয় নৌ-পরিবহন ঠিকাদার এর দায়বার বহন করবে বলে জানান তিনি ।
আমরা যা পেয়েছি তাই হিসেবে অন্তর্ভুক্ত করেছি।

এই বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জানান, জাহাজ থেকে গম কতটুকু বুঝে নেওয়া হয়েছে তা ফুড কন্ট্রোলার বলতে পারবে। এরকম কিছু হলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

https://www.bdcurrentnews24.com/wp-content/uploads/2022/07/ad-1.jpg