আমান উল্যা আমান: সাবেক সংসদ সদস্য,জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ড.শামসুল হক ভূঁইয়া বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মীদের খবর রাখেন। প্রধানমন্ত্রীর কাছে সারা দেশের নেতা কর্মীদের সব খবর আছে। তিনি ত্যাগী নেতাদের অবশ্যই মূল্যায়ন করেন। তার প্রমাণ আজকে আবুল কাশেম কন্ট্রাক্টর। তিনি তাঁর অসুস্থতার কথা শুনেই তাঁর প্রতি সমবেদনা জানিয়েছেন।
শুক্রবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ অনু্ষ্ঠানে এ কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল আমিন কাজল, সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রানা,আলমগীর হোসেন পাটোয়ারী, আরিফুর আজাদ, লোকমান হোসেন তালুকদার, যুবলীগের আহবায়ক বিল্লাল হোসেন, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন ইরান,ছাত্র লীগের সভাপতি মাহবুব আলম সোহাগ,সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজনসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক।
পরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৫ লক্ষ টাকার চেক তুলে দেন ড.শামসুল হক ভূঁইয়া।