ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি || ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজ অর্থায়নে ৫টি অক্সিজেন সিলিন্ডার সেট সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুদান দিলেন জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ হাফিজ উদ্দিন আহম্মেদ।
৩ জুলাই শনিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প:প: কর্মর্কতা আবদুস সামাদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) প্রিতম সাহা, আর এমও ডাঃ ফিরোজ আলম, কর্মকর্তা ইনর্চাজ এস এম জাহিদ ইকবাল, জাতীয় পাটির সভাপতি এজেড সুলতান আহম্মেদ, সম্পাদক-জাহাঙ্গীরআলম-উপজেলা-জাতীয় পাটির যুগ্ন সম্পাদক আখতারুজ্জামান,জাতীয় যুবসংহতি-জেলা সদস্য সচিব ও পৌর কমিশনার ইসাহাক আলী, জাতীয় পাটির পৌর সাধারণ সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, সাহিরুল ইসলাম, স্থানীয় সংবাদ কর্মীরা প্রমূখ।