নাজির পাড়ায় বার্ষিক ওয়াজ মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান সম্পন্ন

https://www.bdcurrentnews24.com/wp-content/uploads/2022/07/ad-1.jpg

এইচ এম আরিফ হোসেন//
চাঁদপুর সদর উপজেলার পূর্ব নাজির পাড়ার স্বনামধন্য আরবি শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদিয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান সম্পন্ন হয়েছে।

৯ মার্চ বৃহস্পতিবার পূর্ব নাজির পাড়া মাদ্রাসা প্রাঙ্গনে বিকাল ৩ ঘটিকা থেকে শুরু হয়ে মধ্য রাত পর্যন্ত চলে এই ওয়াজ ও দোয়ার মাহফিল। ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন ডেমরা দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক ও মিরপুর পুলিশ লাইন্স জামে মসজিদের খতিব, আলহাজ হযরত মাওঃ মুফতী মাহবুবুর রহমান সালেহী। তিনি তার আলোচনায় নবীর শানে দুরুদ শরীফ পাঠ করে, পবিত্র কোরআন মাজিদের সূরা আন-নাহল এর ৯০ নং আয়াতের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
আলোচনা রাখেন হযরত মাওলানা রুহুল আমিন, কুমিল্লা, আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল্লাহ-আল-মামুন। বিশেষ আকর্ষণ ক্বারী শায়েখ মাওঃ আব্দুল কাইয়ুম মাহমুদী, কুমিল্লা।

হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ী পরিধান করেন প্রধান আলোচক মুফতী মাহবুবুর রহমান সালেহী।এ সময় উপস্থিত ছিলেন মাহফিলের সভাপতি ইঞ্জিনিয়ার জয়নাল আবেদী, বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা’র প্রিন্সিপাল মুফতী জসিম উদ্দিন, মাদ্রাসার সভাপতি এড.শাহাদাত হোসেন, মাদরাসার পরিচালক এস এম ফারুক আহমেদ,মাওঃ মজিবুর রহমান মাদরাসার শিক্ষক মাওঃ আব্দুল কাদের,হাঃ মাওঃমোঃ আবু বকর সিদ্দিকী,কারী মোঃ ওমর ফারুক, হাঃ মোঃমাহবুবুল আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণবর্গ উপস্থিত ছিলেন।

https://www.bdcurrentnews24.com/wp-content/uploads/2022/07/ad-1.jpg