নেদারল্যান্ডস ও সুইডেনে কুরআন অবমাননা,বিক্ষোভে উত্তাল ভোলা

https://www.bdcurrentnews24.com/wp-content/uploads/2022/07/ad-1.jpg

মোঃ খাইরুল ইসলাম ভোলা জেলা প্রতিনিধি
নেদারল্যান্ডস সুইডেনে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ এবং পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক উস্কানি,তথ্য ও ইতিহাস বিকৃতি,ধর্মবিরোধী মতবাদের অনুপ্রবেশ,বিজাতীয় সংস্কৃতির আধিপত্য ও ইসলামকে হেয় করার প্রতিবাদ এবং বিতর্কিত পাঠ্যপুস্তক সংশোধন করার দাবিতে ভোলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩জানুয়ারি) জুমা শেষে ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের ব্যানারে জেলা সদরের হাটখোলা জামে মসজিদের সামনে জেলার বিভিন্ন স্থানের ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
সমাবেশে বক্তারা সরকারের উদ্দেশ্য বলেন, অনতিলম্বে পাঠ্যপুস্তক থেকে বানরের কিচ্ছাকাহিনী সরিয়ে নিতে হবে। ভারতীয় প্রেস্কিপশনের মাধ্যমে  ৯০%মুসলমানের বাংলাদেশের আগামী প্রজন্মকে ডা,জাফর ইকবালরা নাস্তিক বানানোর ষড়যন্ত্র মেতে উঠেছে। এখনি ওইসব ডারুইনের বংশধরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন,না হয় বাংলাদেশের মুসলমানরা এর দাতভাঙা জবাব দিবে।


সমাবেশ থেকে বক্তরা সরকারের উদ্দেশ্য আরো বলেন,ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডস ও সুইডেনের রাস্ট্রদুতকে ডেকে তাদের দেশের মাটিতে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাতে হবে। 


জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ,ভোলা জেলা উওরের  সভাপতি মাওলানা ইয়াছিন নবীপুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন এম ওবায়েদ বিন মোস্তফা,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বরিশাল বিভাগ ইসলামি শ্রমিক আন্দোলন।মাওলানা আতায়ার রহমান মমতাজি,সিনিয়র সহ সভাপতি, ইসলামি আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর।মাওলানা মো,ইলিয়াছ, কেন্দ্রায় সাংগঠনিক সম্পাদক  ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ।মাওলানা তরিকুল ইসলাম,সেক্রেটারি ইসলামি আন্দোলন ভোলা জেলা উওর।এম এ হাসিব গোলদার, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক  ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ। মাওলানা মো,শোয়াইব আহম্মেদ, সভাপতি ইসলামি যুব আন্দোলন ভোলা জেলা উত্তর।মাওলানা মোহাম্মদ আব্দুল মমিন,যুগ্ম সম্পাদক,ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর।


পরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, মিছিলটি জেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

https://www.bdcurrentnews24.com/wp-content/uploads/2022/07/ad-1.jpg