মোঃ আল আমিন : চাঁদপুরের ফরিদগঞ্জে ১ নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা পশ্চিম ইউনিয়নে চান্দ্রা বাজারস্থ এলাকায় পূর্ব শত্রুতার জেরে ২ যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
শনিবার দুপুর আনুমানিক দুপুর ১২ টায় চান্দ্রা ইমাম আলী কলেজ রোডে বাজারের দক্ষিন পাশে সেকদি রাস্তার মাথায় বিল্লাল মিজির দোকানে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল অতর্কিত হামলা করে বিল্লাল মিজি(৪৫) ও কাকন ভূইয়া (৩০) কে কুপিয়ে মারাত্মক জখম করে। মারাত্মক আহতাবস্থায় এলাকাবাসী তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে কাকন ভূইয়ার অবস্থা আশঙ্কাজনক।
কাকনের ভাই কিরন জানায়, এরা আমাকে মাদক দিয়ে পাসানোর চেষ্টা করেছে জাহাঙ্গীর পাটওয়ারীর ছেলে সাজিদ পাটওয়ারীর। এদের সাথে জমি সংক্রান্ত বিরোধ দির্ঘদিনের।এ নিয়ে আদালতে মামলাও করা হয়েছে । আজ দুপুর আনুমানিক সাড়ে বারোটায় মদনের গাঁও গ্রামের আবুল ভূইয়ার ছেলে কাকান ভূইয়া তার ভগ্নিপতি বালিথূবা গ্রামের আঃ মতিন মিজি’র ছেলে বিল্লাল মিজির দোকানে গল্প করছিলো। হঠাৎ করেই সাজ্জাদের নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে বিল্লালের দোকানের সামনে সিএনজি যোগে এসেই অতর্কিত হামলা চালায়। কেউ কেউ দোকানের মালামাল ভাংচুর করে এবং দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ দু লক্ষ টাকা নিয়ে যায়।
কয়েক মিনিটের তান্ডব চালিয়ে দ্রুত সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। যাবার সময় থানা পুলিশ বা আইনগত ব্যবস্থা না নেওয়ার জন্য শাশিয়ে যায়। তা না হলে পরবর্তীতে আরো খারাপ অবস্থা হবে। কাকন ভূইয়া ও বিল্লাল মিজি সম্পর্কে সম্বন্ধি- ভগ্নিপতি, উভয়েরই আলাদা দেকান রয়েছে উল্লেখিত জায়গায়।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ রকিব জানান, ঘটনার বিষয়ে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করছে থানা পুলিশ মামলা হলে দোষীদের গ্রেফতারের দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে আলমগীর পাটওয়ারী মোবাইল ফোনে জানান, আমি বাজারে ছিলাম না পরিকল্পিত ভাবে আমাকে পাসানোর চেষ্টা করা হচ্ছে ও আসামী করার পায়তারা করছে।