আমান উল্যাহ খাঁন: চাঁদপুরের ফরিদগঞ্জে মসজিদের ইমাম মাওঃ আব্দুর রহমানের ঘর পুড়ে ছাই করে দিয়েছে দুষ্কৃতকারীরা। ঘটনাটি ঘটে উপজেলার পাইকপাড়ার রমনাপার্ক মসজিদের সরদার বাড়িতে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, রাত ১:৩০ মিনিঃ এর পর ঘটনাটি ঘটে। মাওঃ আব্দুর রহমানের ছেলে মোঃ মোস্তাফিজ জানান, ‘আমরা আমাদের পুরান বাড়ি থেকে পাশে আমাদের নিজস্ব ভূমিতে গত ৩/৪ মাস আগে বাড়িটি নির্মাণ করি, নতুন ঘর নির্মাণে প্রায় ৪ লক্ষের মতো টাকা ব্যায় হয়, গত রাত্রে আমরা আমাদের পুরান বাড়িতে রাত কাটাই, রাত প্রায় ৪ টার দিকে খবর পেয়ে ঘুম থেকে উঠে যাই, ততক্ষণে ঘরের অাসবাবপত্র সব পুড়ে ছাই।
ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১২ লক্ষ টাকা জানিয়ে
ক্ষতিগ্রস্ত মোস্তাফিজ জানান, শত্রুতা করে কেউ আমাদের বাড়িতে অাগুন দেয়। জনৈক শত্রু জানতো, আমরা গত রাত্রে আমাদের বাড়িতে থাকবোনা, যাতে করে আগুন দিলে আগুন নিবানোর ব্যাবস্থাও করতে পারবোনা। এ ঘটনায় ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ইতিমধ্যে পরিদর্শন করছেন।