মোঃ আল-আমিন: সারা বিশ্ব যখন করোনা ভাইরাসে সংক্রমিত। তখনই সারাবিশ্বের ন্যায় বাংলাদেশও এ ভাইরাসের দ্বারা সংক্রমিত। তাই এই ভাইরাস থেকে রক্ষা পেতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই করোনা ভাইরাস সংক্রমন রোধে জাতিকে১০ টি মূল্যবান পরামর্শ দিয়েছে।
সে নির্দেশ অনুযায়ী সরকারের সকল যন্ত্র সহ দেশের সচেতন মহল কাজ করে চলেছেন নিরলশ ভাবে অবিরাম। জনপ্রতিনিধি গনও আছেন সর্বদা মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশাবলী তামিলে ব্যাস্ত সময় পার করছেন। তার সাথে সাথে দেশের ধর্নাট্য ব্যক্তি বর্গরাও মানুষের সেবায় এগিয়ে এসেছেন। তারই ধারাবাহিকতায় ২০ ই এপ্রিল সোমবার বিকাল ৩ টায় ৯ নং (উত্তর) গোবিন্দপুর ইউনিয়নের পূর্ব ধানুয়া ৪ নং ওয়ার্ডে ও ৫ নং ওয়ার্ডের (হিন্দু সম্প্রদায়) শীল বাড়িতে, চাঁদপুর -০৪ ফরিদগঞ্জ আসনের (এমপি) মুহম্মদ শফিকুর রহমানের আহ্বানে মিন্টু মিয়াজীর উদ্যোগে, সামাজি দুরত্ব বজায় রেখে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে, চাল, ডাল,আলু,তেল, সাবান সহ অন্যান্য নিত্য প্রয়জনীয় খাদ্য দ্রব্য বিতরণ করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ত্রান ও সমাজ কল্যান উপকমিটির সদস্য,জনপ্রিয় আ.লীগ নেতা খাজে আহম্মেদ মজুমদার।
এ সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেননা। জনসমাগম করবেন না ও অন্য কোনো প্রকার জনসমাগমে যাবেন না। আপনি সুস্থ থাকুন অন্যকে সুস্থ থাকতে সহায়তা করুন। আপনাদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী আমরাই এসে আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেব। এসময় উপস্থিত ছিলেন,ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক,আবু সুফিয়ান(শাহিন)। উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি, হেলাল উদ্দিন আহমেদ। যুবলীগের সাবেক সভাপতি,পুতুল সরকার। সোহেল ব্যাপারী,রনি চৌধুরী,মিশু পাটঃ, মাসুদ খান, নয়ন গাজী,স্বপন খান, উপজেলা ছাত্রলীগ নেতা আল-আমিন খান, ইউপি সদস্য আবুল কালাম,ইউপি সদস্য দুলাল মিয়া।