বিইআর ও বিএনটিটিপির যৌথ আয়োজনে “ইকোনোমিক্স অব ট্যোবাকো ট্যাক্সেশন

https://www.bdcurrentnews24.com/wp-content/uploads/2022/07/ad-1.jpg

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো (বিইআর) ও বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি) এর পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন।

বিইআর ও বিএনটিটিপির যৌথ আয়োজনে “ইকোনোমিক্স অব ট্যোবাকো ট্যাক্সেশন : পাবলিক হেলথ পাসপেকটিভ” শিরোনামে তামাক কর বিষয়ক তিন দিনব্যাপী একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মিটিং সফটওয়ার জুমে এ প্রশিক্ষণ শুরু হয়ে আজ বৃহস্পতিবার দুপুরে শেষ হয়েছে।    

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য ইউনিয়নের আর্থিক সহযোগিতায় এই প্রশিক্ষণে সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তা, সাংবাদিক ও তামাক নিংন্ত্রণ কর্মীরা অংশ নেন।

আপনার বহুল প্রচারিত গণমাধ্যমে আমাদের সংবাদ বিজ্ঞপ্তিটি প্রকাশ করে আমাদের তামাক বিরোধী কার্যক্রমকে এগিয়ে নিতে সাহায্য করবেন বলে আশা রাখছি। মেইলে সংবাদ বিজ্ঞপ্তি এবং ছবি সংযুক্ত করা হলো।

https://www.bdcurrentnews24.com/wp-content/uploads/2022/07/ad-1.jpg