বিশেষ নারী সম্মাননা ২০২৩ অনুষ্ঠিত

https://www.bdcurrentnews24.com/wp-content/uploads/2022/07/ad-1.jpg

বাপ্পী চৌধুরী : বিশ্ব নারী দিবস উপলক্ষে বিশেষ নারী সম্মাননা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১১ই মার্চ) বিকেল ৫:৩০ হতে রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক হোটেল সোনারঁগা’তে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নারীদের কে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে।
যারা সম্মাননা পেয়েছেন তারা হলেন, লায়লা নাজনীন হারুন (সংগঠক), সোহানী হোসেন (সমাজসেবা), জেসমিন আক্তার (নারী উদ্যোক্তা), লুনা সরকার (ক্রিয়া), নুসরাত হোসেন লুসি (ব্যাংকিং), ফাবলিহা বুশরা (ব্রডকাষ্ট জার্নালিষ্ট), ডা: সাদিয়া সাবের (চিকিৎসক), শ্যামলী ইসলাম(সংবাদ পাঠক), তামান্না তাহসিন খান (উপস্থাপক), সিমরিন লুবাবা (নতুন প্রজন্ম -অভিনয়)।

অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন নাজমুল খান এবং উপাস্থাপনায় ছিলেন ড. সূবর্ণা নওয়ার্দীর।

স্টার প্লাস কমিউনিকেশন কতৃক আয়োজিত “বিশেষ নারী সম্মাননা” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি – বীর মুক্তিযোদ্ধা লে: জেনারেল এম. হারুন- অব – রশিদ (অব:) বীর প্রতীক ( সাবেক সেনা প্রধান – বাংলাদেশ সেনাবাহিনী)। বিশেষ অতিথি – হাফিজুর রহমান সরকার ( চেয়ারম্যান – লুসাকা গ্রুপ)। সভাপতি – জাফর ইকবাল সিদ্দিকী ( সাবেক সংসদ সদস্য – প্রধান উপদেষ্টা – স্টার প্লাস কমিউনিকেশন- ঢাকা)

https://www.bdcurrentnews24.com/wp-content/uploads/2022/07/ad-1.jpg