রয়েল আইল্যান্ডর্সকে ৪২ রানে হারিয়ে শিরোপা জিতলো লিভিং টাইটান্স

https://www.bdcurrentnews24.com/wp-content/uploads/2022/07/ad-1.jpg

মো,খাইরুল ইসলাম, ভোলা জেলা প্রতিনিধি। 
ভোলা জেলা পুলিশ ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৩ এর ফাইনাল ম্যাচে পুলিশ লাইন্স (রয়েল আইল্যান্ডর্স)কে ৪২ রানে হারিয়ে শিরোপা জিতেছে লিভিং টাইটান্স (ট্রাফিক ও কোর্ট) পুলিশ। 

সোমবার (৩০ জানুয়ারি) বিকাল ৩টায় ভোলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত পুলিশ প্রিমিয়ার লীগ ক্রিকেটের ফাইনাল ম্যাচে আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লিভিং টাইটান্স। নির্ধারিত ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২০ রানের পুজি পায় লিভিং টাইটান্স।  
রয়েল আইল্যান্ডর্স ১২০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মোটেও সুবিধা করতে পারেনি। ১০ উইকেট হারিয়ে ১বল বাকি থাকতেই তাদের সংগ্রহ দাঁড়ায় ৭৮ রান,৪২ রানে ম্যাচ হেরে মাঠ ছাড়ে রয়েল আইল্যান্ডর্স।
টুর্নামেন্টে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পেয়েছেন বিজয়ী দলের খেলোয়াড় মো, ইব্রাহিম (পাবলিক)। ম্যান অব দ্যা সিরিজের পুরস্কার পেয়েছে মো,ইব্রাহিম (কনসটেবল)। 
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম) এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল আলম মোহাম্মদ নিপু, জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল,কে এম শফিকুজ্জামান, সিভিল সার্জন, ইব্রাহিম খলিল নির্বাহী প্রকৌশলী এলজিইডি ভোলা, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান প্রমুখ।ম্যাচে ধারাভাষ্যে ছিলেন তালহা তালুকদার বাধন।

https://www.bdcurrentnews24.com/wp-content/uploads/2022/07/ad-1.jpg