রাণীশংকৈল প্রতিনিধিঃ- ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গা নাইজেশন (ইএসডিও) এর
নির্বাহী পরিচালক ড.শহীদ উজ জামান বলেছেন দেশ সেরা রাঙ্গাটুঙ্গি মহিলা ফুটবল দল এ
জেলার গর্ব । আমি দেশের বাইরে যখন খেলাধুল নিয়ে কথা বলি তখন আমার এই উপজেলার মহিলা
ফুটবলারদের নিয়ে কথা বলি। আমি গর্ব করি বলি আমার দেশের প্রত্যন্ত অঞ্চলের মেয়েরাও খেলাধুলায়
এগিয়ে। তারা দেশ ও বিদেশের মাঠেও খেলে শিরোপা জিতেছে। তিনি রাঙ্গাটুঙ্গি মহিলা
খেলোয়ারদের আরো এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস
দেন।
বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা
ফুটবল দলের মাঠে গিয়ে পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা ফুটবল দলের পরিচালক অধ্যক্ষ তাজুল ইসলাম প্রেস ক্লাব সভাপতি
ফারুক আহাম্মদ সরকার সম্পাদক আনোয়ার হোসেন আকাশ ইএসডিও’র প্রেম দীপ প্রকল্পের
জেলা সম্বন্বয়কারী সেরাজুস সালেকিন প্রমোট প্রকল্প সম্বন্বয়কারী মাহাবুবুল হক জোনাল
ম্যানেজার আনোয়ার হোসেন উপজেলা প্রেমদীপ প্রকল্পের ব্যবস্থাপক খায়রুল আলম প্রমুখ।
মহিলা ফুটবল দলের পরিচালক তাজুল ইসলাম তার মহিলা ফুটবলারদের কিছু সফলতা তুলে ধরে
এখানকার মেয়েদের সম্প্রতি বিভিন্ন টুর্নামেন্টে জাতীয়ভাবে খেলতে যাওয়ার ফিরিস্তি তুলে
ধরেন। তিনি জানান,বিকেএসপিতে ৫জন খেলবে এরা হলেন, বিথীকা কিসকু, অন্যান্য মূমূ
বিথী, ঝিুনক বেলী সরেণ,রমিতা সরেণ এবং আগামী ১৫ ফেব্রুয়ারী বঙ্গমাতা জাতীয় মহিলা
ফুটবল টুনামের্ন্টের ৮টি অংশ গ্রহণকারী দলের মধ্যে ৫টি দলে রাঙ্গাটুঙ্গি মহিলা ফুটবলের ১৬
জন খেলোয়ার বিভক্ত হয়ে খেলবে।
সুত্র প্রেস বিজ্ঞপ্তি।