রিয়াল তাণ্ডবে দিশেহারা লিভারপুল

https://www.bdcurrentnews24.com/wp-content/uploads/2022/07/ad-1.jpg

বিনোদন ও ক্রীড়া প্রতিনিধি।। জিটি মেহেরাব

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে এনফিল্ডে রিয়ালকে আতির্থ্য দেয় লিভারপুল। ম্যাচের শুরু থেকেই রিয়ালের উপর আধিপত্য বিস্তার করে খেলতে শুরু করে স্বাগতিকরা, ফলে স্বপ্নের মত শুরু স্বাগতিকদের, চার মিনিটে ডারউইন নুনেজ এর দৃষ্টিনন্দন গোলে লিড নেয় লিভারপুল।

এরপর ১৪ তম মিনিটে রিয়াল গোলরক্ষক করতোয়া’র ভুলে ডি বক্সের ভেতর একরকম উপহার পেয়ে যান লিভারপুলের মিশরীয় তারকা ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ, জোড়া গোলের লিড নিয়ে রীতিমতো উড়তে থাকে লিভারপুল। মাত্র ১৪ মিনিটে ২-০ গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে যেন দৈত্যের ঘুম ভাঙ্গে। এরপর ২১ ও ৩৬ তম মিনিটে ভিনিসিউস গোল করে উড়তে থাকা লিভারপুলকে মাটিতে নামিয়ে আনেন।

তারপর প্রথম আর্ধের বাকিটা সময় সমতা বিরাজ করে। বিরতি থেকে ফিরে লিভারপুল কে নিয়ে একরকম ছেলে খেলায় মেতে উঠে রিয়াল, ৪৭ তম মিনিটে মিলিতাও গোল করে রিয়ালকে লিড এনে দেন। পরে ৫৫ তম মিনিটে বেনজেমার গোলে ৪-২ গোলে লিড নেয় রিয়াল। এরপর ৬৭তম মিনিটে আবারো দৃষ্টিপটে বেনজেমা। ৬৭ তম মিনিটে বেনজমার করা শেষ গোলটি লিভারপুলার কফিনে ঠোকা রিয়ালের শেষ পেরেক। বল দখলে মুন্সিয়ানা দেখালেও শেষমেষ রিয়াল এর কাছে বড় হাড়ের লজ্জা এড়াতে পারেনি লিভারপুল। ফলে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ।

https://www.bdcurrentnews24.com/wp-content/uploads/2022/07/ad-1.jpg