রাউজান প্রতিনিধি ।। বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি , রাউজান সর্তারকুল দায়রা শাখার আয়োজনে শোহাদায়ে কারবালা ও শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর স্মরনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।১লা আগস্ট সোমবার বাদএশা সংগঠনের দায়রা শরীফে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন সভাপতি মোহাম্মদ মামুন মিয়া।মোঃ ইসমাইল হোসেন এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার কো-অর্ডিনেটর মাওলানা তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী।বিশেষ অতিথি মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির আনিস উল খান বাবর,নাজিম উদ্দিন কালু,সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন,সহ সভাপতি উসমান গণি।এ সময় আরোও উপস্থিত ছিলেন মোঃ জেবল হোসেন,জাগের আলম,শাহ্জাহান,শহিদুল আলম, নাজিম উদ্দিন,শাহাদাত হোসেন,লিটন,সাবের, মোশারফ হোসেন প্রমুখ।মিলাদ কিয়াম পরিচালনা করেন মাওলানা কুতুব উদ্দিন মাইজভান্ডারী। মাইজভাণ্ডারী ত্বরিকার প্রচার প্রসারে বিশেষ অবদান রাখায় সংগঠনের কয়েকজন উপদেষ্টাগণকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।শোহাদায়ে কারবালা ও সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী স্মরণে মিলাদ ও মুনাজাতে দেশ ও মুসলিম উম্মাহ’র জন্য দোয়া করা হয়।
https://www.bdcurrentnews24.com/wp-content/uploads/2022/07/ad-1.jpg
https://www.bdcurrentnews24.com/wp-content/uploads/2022/07/ad-1.jpg