হরিপুরে অপহরণ হওয়া স্কুল পড়–য়া চাপাই নবাবগঞ্জ থেকে উদ্ধার

হরিপুরে অপহরণ হওয়া স্কুল পড়–য়া চাপাই নবাবগঞ্জ থেকে উদ্ধার
হরিপুরে অপহরণ হওয়া স্কুল পড়–য়া চাপাই নবাবগঞ্জ থেকে উদ্ধার
https://www.bdcurrentnews24.com/wp-content/uploads/2022/07/ad-1.jpg

জে.ইতি: হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় গতকাল সোমবার সকালে অপহরণ হওয়া এক স্কুল পড়ুয়া ছন্দ নাম (আক্তার) কে চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা থেকে আসামীসহ ভিকটিম কে উদ্ধার করেছে হরিপুর থানা পুলিশ।https:

//www.bdcurrentnews24.com/মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের জন্য মানবাধিকার সংস্থা সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি’র গিজার মেশিন উপহার

অপহরণ হওয়া ঐ ছাত্রীর বাবা আঃ লতিফ সরকার বাদী হয়ে হরিপুর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে ইউসুফ আলীসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার বরাত দিয়ে জানা যায়, উপজেলার ১নং গেদুড় ইউনিয়নের সুন্দরী মোড় ০১/১১/২০২০ তারিখের সন্ধ্যায় স্কুল পড়–য়া ‘আক্তার, (১৫) স্থানীয় দর্জির দোকান হতে কাপড় সেলাই করে বাড়ি ফেরার পথে ইউসুফ আলীসহ ৬জন মিলে তাকে জোর করে অপহরণ করে চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শান্তির মোড় বাজার এলাকায় আসামীর আত্মীয় হালিমের বাড়িতে আটক করে রাখে।

গোপন সংবাদে খবর পেয়ে হরিপুর থানা ওসি আওরঙ্গ জেব এর নির্দেশনা মতে তদন্তকারী অফিসার এসআই আবু ঈসা শিবগঞ্জ থানার শান্তির মোড় বাজার এলাকায় আসামীর আত্মীয় হালিমের বাড়ি হতে আসামীসহ ভিকটিম কে উদ্ধার করে। বিষয়ে হরিপুর থানা অফিসার আওরঙ্গ জেব বলেন, উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের সুন্দরী মোড় এলাকায় তারিখে অপহরণ ঘটনা ঘটেলে মেয়ের বাবা গত ০১/১১/২০২০ তারিখে থানায় আসে মামলা করলে আমরা ২জন আসামীকে গ্ধেসঢ়;্রফতার করি। এরপর ঢাকা, সিলেটসহ বিভিন্ন জায়গায় খোঁজ করলে তাদেকে পাওয়া যায়নি। গত ১৬/১১/ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে উদ্ধার করা হয়।

https://www.bdcurrentnews24.com/wp-content/uploads/2022/07/ad-1.jpg