https://www.bdcurrentnews24.com/wp-content/uploads/2022/07/ad-1.jpg
এস এম পারভেজঃ
চাঁদপুরের হাইমচরে বালতি বড়া পানিতে ডুবে ১৪ মাসের শিশু আমেনার মৃত্যু হয়েছে।
শিশুটি উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের উত্তর গন্ডামারা স্থানীয় বাসিন্দা মোঃ সবুজ মিজির মেয়ে আমেনা। ৯ মার্চ দুপুর ১২ টায় ঘরের মধ্যে বালতি বড়া পানিতে পড়ে শিশু আমেনার মৃত্যু বরণ করে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শিশুটির চাচা জানান আমার ভাই সবুজ মিজির ১৪ মাসের মেয়ে আমেনাকে খাটে ঘুমিয়ে রাখেন তার মা শারমিন বেগম হঠাৎ ঘুম থেকে উঠে খাটের পাশে বালতি রাখেন হঠাৎ হামাগুডি করতে করতে বালতি পড়ে এই মৃত্যু হয় আশপাশের মানুষজন ও আত্মীয়-স্বজন হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকগন আমেনাকে মৃত ঘোষণা করে।
সবুজ মিজি বলেন আমার মেয়ে আমেনা ছিল পরিবারের সকলের চোখের মণি। তাঁর মৃত্যুতে আমরা গভীর শোকাহত।
https://www.bdcurrentnews24.com/wp-content/uploads/2022/07/ad-1.jpg