হাজীগঞ্জে কৃষি জমি থেকে বালু উত্তোলন করায় ২টি ড্রেজার ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা

https://www.bdcurrentnews24.com/wp-content/uploads/2022/07/ad-1.jpg

এইচ এম আরিফ হোসেন//
হাজীগঞ্জে কৃষি জমি থেকে মিনি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে ২টি ড্রেজার মেশিন ধ্বংস করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১২মার্চ) দুপুরে হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাছান মানিকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

ওই সময় থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহসহ সঙ্গীয় ফোর্স তাকে সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাছান মানিক জানান, উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের মোল্লাডহর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।

এ-সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মিজানুর রহমান নামীয় ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার কাছ হতে মুচলেকা রাখা হয়েছে।

https://www.bdcurrentnews24.com/wp-content/uploads/2022/07/ad-1.jpg